জনবাণী’র ৩৫তম বর্ষে পদার্পণে ডিআরইউ’র শুভেচ্ছা বার্তা

আজ সোমবার (১৯ জানুয়ারি) দৈনিক জনবাণী ৩৫তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে জনবাণী পরিবারসহ প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্য এবং সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
বিজ্ঞাপন
সোমবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তারা এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দৈনিক জনবাণী দীর্ঘদিন ধরে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটিতে কর্মরত সাংবাদিকরা আগামীতেও পেশাদারিত্ব, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবেন।
বিজ্ঞাপন
ডিআরইউ নেতৃবৃন্দ দৈনিক জনবাণীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের গণমাধ্যম অঙ্গনে এর ইতিবাচক ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।








