নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লুট হওয়া সব অস্ত্র যত দ্রুত সম্ভব উদ্ধার করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে ড. ইউনূস স্পষ্টভাবে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ দেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনপূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু থাকে।
আরও পড়ুন: এলপিজি গ্যাস নিয়ে সুখবর দিলো সরকার
এ ছাড়া বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি আরও অন্তর্ভুক্তিমূলক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








