যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের দিতে হবে না ভিসা বন্ড

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ডের কোনো বাধ্যবাধকতা থাকছে না। তবে ব্যবসা ও পর্যটন ভিসায় (বি১/বি২) যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে ভিসা বন্ড জমা দেওয়ার নিয়ম কার্যকর হচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২১ জানুয়ারি) থেকে যেসব বাংলাদেশি নাগরিক ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে বি১/বি২ ভিসায় অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড দিতে হতে পারে। তবে এফ (F) ও এম (M) ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
দূতাবাস জানায়, ভিসা বন্ড কেবল প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন ভিসা আবেদনকারীদের জন্য কার্যকর হবে। শিক্ষার্থী ভিসাধারীরা এ সিদ্ধান্তের বাইরে থাকবেন।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দেওয়া আরেকটি বার্তায় মার্কিন দূতাবাস জানিয়েছিল, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে নতুন করে অনুমোদিত বি১/বি২ ভিসাধারীদের জন্য এই বন্ড নীতিমালা কার্যকর হবে। তবে এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসার ক্ষেত্রে বন্ড দেওয়ার শর্ত প্রযোজ্য হবে না।
দূতাবাস আরও সতর্ক করে জানায়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা উচিত নয়। আগাম অর্থ পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হলে নির্ধারিত নিয়মে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
বিজ্ঞাপন
ভিসা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য আবেদনকারীদের মার্কিন দূতাবাসের আনুষ্ঠানিক তথ্যসূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।








