Logo

ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, আজ প্রতীক নিয়ে মাঠে নামছেন প্রার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১১:০৫
ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, আজ প্রতীক নিয়ে মাঠে নামছেন প্রার্থীরা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ৩০৫ জন প্রার্থী। এতে করে ২৯৮টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই চূড়ান্ত হিসাব দাঁড়িয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। নির্বাচনী বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা পোস্টার, লিফলেট ও জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে যেতে পারবেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। দলীয় প্রার্থীর পাশাপাশি শতাধিক স্বতন্ত্র প্রার্থীও ভোটের মাঠে রয়েছেন। গত ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ১ হাজার ৮৯৬ জন। সে তুলনায় এবার প্রার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন প্রার্থী আপিল করলে শুনানি শেষে ৪৩১ জন প্রার্থিতা ফিরে পান। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ান। সব মিলিয়ে বর্তমানে ভোটের প্রতিযোগিতায় থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রচারণা চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে কড়া নজরদারি থাকবে বলেও জানিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

এদিকে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসন এই হিসাবের বাইরে রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় সংশোধিত তফসিল অনুযায়ী এই দুটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন তফসিল অনুসারে গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্ধারিত সময় অনুযায়ী এই দুই আসনের প্রার্থীরাও পরবর্তীতে মূল প্রতিযোগিতায় যুক্ত হবেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD