Logo

ডিজিটাল জামিননামা চালু হলো আরও ৮ জেলায়, এক ঘণ্টায় কারামুক্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬
ডিজিটাল জামিননামা চালু হলো আরও ৮ জেলায়, এক ঘণ্টায় কারামুক্তি
ছবি: সংগৃহীত

বিচার প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে দেশের আরও আট জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে এ সেবা চালু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, ই-বেইলবন্ড চালু হওয়ায় এখন অনলাইনের মাধ্যমে জামিননামা দাখিল করা যাবে। ফলে আদালত থেকে জামিন আদেশ পাওয়ার পর একজন বন্দিকে খুব দ্রুত মুক্ত করা সম্ভব হবে। নতুন এই ব্যবস্থায় অনেক ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যেই আসামির মুক্তি নিশ্চিত করা যাবে।

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা বলেন, আগে জামিন পেতে একজন আসামিকে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে একদিকে সময় নষ্ট হতো, অন্যদিকে অর্থনৈতিক ভোগান্তিও বাড়ত। অনেক ক্ষেত্রে জামিন কার্যকর হতে কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে এবং কে কখন কোন ধাপে সই করলেন, তার পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে ইচ্ছাকৃতভাবে কোনো পর্যায়ে বিলম্ব করার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে দেশের সব জেলায় ই-বেইলবন্ড চালু করা। নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালুর পর তা সফলভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় এখন আরও আটটি জেলায় কার্যক্রম শুরু হলো। সামনে ২০ থেকে ২৫ দিনের মধ্যে আরও কয়েকটি জেলায় এ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যেই দেশের সব ৬৪ জেলায় ডিজিটাল জামিননামা কার্যক্রম বিস্তৃত করা সম্ভব হবে।

পরবর্তী সরকার এই ব্যবস্থা বহাল রাখবে কি না—এমন প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, এটি একটি অত্যাবশ্যক ও অরাজনৈতিক সেবা। বিচার ব্যবস্থার সঙ্গে সরাসরি জনগণের স্বার্থ জড়িত থাকায় ভবিষ্যতে যে সরকারই দায়িত্বে আসুক, এই কার্যক্রম বন্ধ করার কোনো যৌক্তিক কারণ থাকবে না বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিচার ব্যবস্থার আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে প্রচলিত কাগজভিত্তিক জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ব্যবস্থায় ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়।

আইন মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে। প্রথম ধাপে নারায়ণগঞ্জে শুরু হওয়া এই সেবা এখন নতুন জেলাগুলোতেও কার্যকরভাবে চালু হলো।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD