মধ্যরাত থেকে শুরু ব্যালট পেপার ছাপা, ৩০০ আসনেই নির্বাচন

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি সংসদীয় আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
বৈঠক শেষে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সচিবের বরাতে জানানো হয়েছে—পাবনা-১ ও পাবনা-২ আসন ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, তা এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে। ফলে কোনো আসন বাদ না দিয়েই ৩০০টি আসনে একযোগে নির্বাচন আয়োজনের পথ সুগম হয়েছে।
বিজ্ঞাপন
এ সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








