Logo

জুলাই সনদে সমর্থন চাই, যাতে বদলে যায় দেশ: আদিলুর রহমান খান

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
২১ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৫
জুলাই সনদে সমর্থন চাই, যাতে বদলে যায় দেশ: আদিলুর রহমান খান
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে যে মুক্ত বাংলাদেশের পথ তৈরি হয়েছে, সেই চেতনাকে স্থায়ী রূপ দিতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তি একসঙ্গে হয়ে জুলাইয়ের ভাবনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই সনদ প্রণয়ন করেছে।

বুধবার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন করার উদ্দেশ্যে আয়োজিত এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ প্রায় পনেরো বছর দেশের মানুষ বিভিন্ন আগ্রাসন ও দমননীতির মধ্যে ছিল। এই সময়ে নাগরিকরা স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণের সম্মতি নিশ্চিত করতেই এবারের গণভোট আয়োজন করা হয়েছে। তাই জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থন চাচ্ছি, যাতে বাংলাদেশ শত বছর ধরে টিকে থাকে।

তিনি আরও বলেন, এই গণভোট ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধই এর মূল উদ্দেশ্য। পাশাপাশি যেন আর কখনো দমনমূলক অবকাঠামো গড়ে না ওঠে, লুটপাট ও বিদেশে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপদেষ্টা জানান, এসব লক্ষ্য বাস্তবায়নে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সিল মেরে জুলাই সনদের প্রতি সমর্থন জানাতে হবে। তিনি সবাইকে বিভ্রান্তিতে না পড়ে সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।

বিজ্ঞাপন

সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার এবং শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD