Logo

নির্বাচনে ব্যবসায়ীদের আধিপত্য, পেশাদার রাজনীতিবিদ দেড় শতাংশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, ১৩:০৬
নির্বাচনে ব্যবসায়ীদের আধিপত্য, পেশাদার রাজনীতিবিদ দেড় শতাংশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পেশাগত পরিচয়ে বড় ধরনের বৈষম্য উঠে এসেছে। এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে পেশাকে রাজনীতি হিসেবে উল্লেখ করেছেন দুই শতাংশেরও কম, আর প্রায় অর্ধেক প্রার্থীই ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘হলফনামায় প্রার্থী পরিচিতি ২০২৬’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। একই সঙ্গে উন্মুক্ত করা হয় কেওয়াইসি (Know Your Candidate) ড্যাশবোর্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, এবারের নির্বাচনে মোট চূড়ান্ত প্রার্থী সংখ্যা ১ হাজার ৯৮১ জন। এর মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৬৯৬ জন। মোট প্রার্থীর ১৩ শতাংশ স্বতন্ত্র এবং ৮৭ শতাংশ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী।

বিজ্ঞাপন

প্রতিবেদনে দেখা যায়, প্রার্থীদের বড় অংশই শিক্ষিত। প্রায় ৭৬ দশমিক ৪২ শতাংশ প্রার্থী স্নাতক বা সমমানের ডিগ্রিধারী। রাজনৈতিক দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মোট প্রার্থীর ৩৬ শতাংশ ইসলামী ঘরানার দলের প্রতিনিধিত্ব করছেন। পেশাগত দিক থেকে সবচেয়ে বেশি—৪৮ শতাংশ প্রার্থী ব্যবসায়ী।

টিআইবির তথ্যমতে, রাজনীতিকে পেশা হিসেবে উল্লেখ করেছেন মাত্র ১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী। আয়-সম্পদের চিত্রও প্রতিবেদনে উঠে এসেছে। বছরে এক কোটি টাকা বা তার বেশি আয় করেন—এমন প্রার্থী রয়েছেন ১২৪ জন। পাশাপাশি ১০০ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদের মালিক এমন প্রার্থীর সংখ্যা ১৩ জন।

কোটিপতি প্রার্থীদের দলভিত্তিক তালিকাও প্রকাশ করেছে টিআইবি। এতে দেখা যায়, কোটিপতি প্রার্থীদের মধ্যে বিএনপির অংশ সবচেয়ে বেশি—৭১ দশমিক ৮৬ শতাংশ। এরপর রয়েছে জামায়াতে ইসলামীর ১৯ দশমিক ৮৫ শতাংশ, জাতীয় পার্টির ১৮ দশমিক ৪৯ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৪ দশমিক ৬৩ শতাংশ প্রার্থী। সব মিলিয়ে একশ কোটি টাকার বেশি সম্পদের মালিক প্রার্থী রয়েছেন ২৭ জন।

বিজ্ঞাপন

আইনগত জটিলতার দিক থেকেও উল্লেখযোগ্য তথ্য দিয়েছে সংস্থাটি। নির্বাচনে অংশ নেওয়া ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২২ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া প্রায় সাড়ে ২৫ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টিআইবি মনে করে, প্রার্থীদের পেশা, আয়-সম্পদ ও আইনি অবস্থার এই চিত্র নির্বাচনী স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, যা ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD