হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট নাগরিক সমাজকর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেওয়া এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন এবং রাষ্ট্র ও জনকল্যাণে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ড. মুহাম্মদ ইউনূস শোকবার্তায় বলেন, এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সততা ও প্রজ্ঞার প্রতীক রাষ্ট্রকর্মী। দায়িত্ব পালনে তার নিষ্ঠা, নৈতিক দৃঢ়তা এবং পেশাদারিত্ব রাষ্ট্রসেবায় নিয়োজিত সবার জন্য অনুসরণীয় উদাহরণ হয়ে থাকবে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনেও হাফিজ উদ্দিন খানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
প্রধান উপদেষ্টা বলেন, সহপাঠী ও দীর্ঘদিনের বন্ধু হিসেবে জীবনের নানা পর্বে তার প্রজ্ঞা, মানবিক দৃষ্টিভঙ্গি ও স্পষ্ট মতামত থেকে তিনি উপকৃত হয়েছেন। এই মৃত্যুতে তিনি একজন বিশ্বাসযোগ্য সহকর্মী ও আপন বন্ধুকে হারালেন বলেও উল্লেখ করেন।
শোকবার্তায় আরও বলা হয়, কর্মজীবনে সততা ও দক্ষতার স্বাক্ষর রাখার পাশাপাশি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় হাফিজ উদ্দিন খানের ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি এক সময় ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অর্থ ও পরিকল্পনাসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন।








