রাজধানীতে প্রায় ৮৫ লাখ ভোটার, নারী বেশি যে আসনে

আসন্ন নির্বাচনে রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮৫ লাখ। নির্বাচন সংশ্লিষ্ট সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব আসনে মোট ভোটার ৮৪ লাখ ৭৪ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি হলেও একটি আসনে নারীদের সংখ্যা পুরুষদের ছাড়িয়ে গেছে।
বিজ্ঞাপন
পরিসংখ্যানে দেখা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ৪৩ লাখ ৫১ হাজার ৪৫০ জন এবং নারী ৪১ লাখ ২৩ হাজার ৪২১ জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১৪ জন।
ঢাকার ২০টি আসনের মধ্যে ভোটারের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা-১৯। এই আসনে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৬ জন, নারী ৩ লাখ ৬৭ হাজার ১৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ১৩ জন।
বিজ্ঞাপন
অন্যদিকে, লিঙ্গভিত্তিক হিসাবে ব্যতিক্রম দেখা গেছে ঢাকা-২০ আসনে। এখানে পুরুষের তুলনায় নারী ভোটার বেশি। মোট ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন, আর নারী ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। রাজধানীর বাকি ১৯টি আসনে পুরুষ ভোটারের সংখ্যাই বেশি।
বাকি আসনগুলোর চিত্রও বৈচিত্র্যময়। ঢাকা-১ আসনে ভোটার ৫ লাখ ৪৫ হাজার ১৪০ জন, যেখানে পুরুষ ২ লাখ ৭৬ হাজার ৫০ এবং নারী ২ লাখ ৬৯ হাজার ৮৫। ঢাকা-২ আসনে ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ৯০৮ জন। ঢাকা-৩ ও ঢাকা-৪—দুই আসনেই ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬২ হাজারের মতো, যেখানে পুরুষ ভোটার তুলনামূলক বেশি।
ঢাকা-৫, ৬, ৭, ৮ ও ৯ আসনেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। এসব এলাকায় পুরুষ ভোটার নারীদের চেয়ে এগিয়ে। বিশেষ করে ঢাকা-৭ ও ঢাকা-৯ আসনে ভোটার সংখ্যা ৪ লাখের বেশি।
বিজ্ঞাপন
ঢাকা-১০, ১১, ১২ ও ১৩ আসনেও ভোটার সংখ্যা ৩ থেকে ৪ লাখের মধ্যে। এখানেও পুরুষ ভোটার সংখ্যাগতভাবে এগিয়ে। একই চিত্র ঢাকা-১৪, ১৫, ১৬ ও ১৭ আসনেও দেখা গেছে।
ঢাকা-১৮ আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৮৩, যা রাজধানীর বড় আসনগুলোর একটি। এখানে পুরুষ ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫০ জন, নারী ৩ লাখ ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
বিজ্ঞাপন
নির্বাচন বিশ্লেষকদের মতে, রাজধানীর আসনগুলোতে ভোটারের এই বড় সংখ্যা প্রার্থীদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে। একই সঙ্গে নারী ভোটারের অংশগ্রহণও দিন দিন বাড়ছে, যা রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যে আসনগুলোতে নারী ভোটার প্রায় সমান বা বেশি, সেখানে নির্বাচনী কৌশলে ভিন্নতা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, ঢাকার ২০ আসনের ভোটার চিত্রে পুরুষদের প্রাধান্য থাকলেও নারী ভোটারদের উপস্থিতিও যথেষ্ট শক্তিশালী, যা নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে।








