Logo

সুষ্ঠু ভোট হলে জামায়াতের জয়ের সম্ভাবনা নেই, অনিয়ম হলেই সুযোগ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৬, ২০:১২
সুষ্ঠু ভোট হলে জামায়াতের জয়ের সম্ভাবনা নেই, অনিয়ম হলেই সুযোগ
হর্ষবর্ধন শ্রিংলা | ফাইল ছবি

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিয়ম বা কারচুপি না হলে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে, কেবল নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম ঘটলেই দলটি সুবিধা পেতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শ্রিংলা বলেন, বাংলাদেশে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াতে ইসলামী উল্লেখযোগ্য ফল করতে পারেনি। ভবিষ্যতেও সেই ধারা পরিবর্তনের সম্ভাবনা কম। নির্বাচনে কারচুপি বা অনিয়ম হলে তবেই তারা এগিয়ে যেতে পারে, অন্যথায় তাদের জয়ের সম্ভাবনা খুব সীমিত।

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, দলটির ভোটভিত্তি তুলনামূলকভাবে ছোট। সাধারণত তাদের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং তা-ও অনেক সময় অন্যান্য রাজনৈতিক শক্তির সমর্থনের ওপর নির্ভরশীল।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান সম্পর্কেও কথা বলেন এই সাবেক কূটনীতিক। তিনি জানান, ভারত সরকার সবসময় একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, যেখানে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কিছুটা অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন।

তার বক্তব্য অনুযায়ী, নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না এবং হলেও কী ধরনের পরিবেশে হবে— তা নিয়ে প্রশ্ন রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সামগ্রিক পরিবেশে অনেক অজানা বিষয় ও অনিশ্চয়তা বিদ্যমান।

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের বিষয়টিও তুলে ধরেন শ্রিংলা। তার অভিযোগ, সীমান্ত পেরিয়ে লোকজন ভারতে প্রবেশ করছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি এ প্রবণতাকে সমস্যা হিসেবে উল্লেখ করে এটি বন্ধ করার ওপর জোর দেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD