দেশে পোস্টাল ব্যালট বিতরণ শুরু, ফলাফল নিয়ে যা জানাল ইসি সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট ব্যবস্থার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব ভোটার সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন না, তাদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
বিজ্ঞাপন
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, যারা আগেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের কাছে আজ থেকেই ডাকযোগে ব্যালট পাঠানো হচ্ছে। এ তালিকায় রয়েছেন নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা বন্দিরা।
বিজ্ঞাপন
ইসি সচিব জানান, ব্যালট পেপার হাতে পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট প্রদান করে নির্ধারিত পদ্ধতিতে তা ফেরত পাঠাতে হবে। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে স্পষ্ট করেছেন তিনি।
পোস্টাল ব্যালটে প্রার্থীর প্রতীকের পাশাপাশি নামও থাকবে, যাতে ভোটাররা সহজে প্রার্থী শনাক্ত করতে পারেন। এবারের নির্বাচনে জাতীয় সংসদ ভোট ও গণভোটের ফলাফল একত্রে প্রকাশ করা হবে বলেও জানান ইসি সচিব। অর্থাৎ ভোটগ্রহণ শেষে একই সময়ের মধ্যে উভয় ফলাফল জানানো হবে।
তার ভাষ্য, সাধারণ ভোটকেন্দ্রগুলোর ফলাফল ভোটগ্রহণ শেষ হওয়ার তিন থেকে চার ঘণ্টার মধ্যেই পাওয়া সম্ভব হবে।
বিজ্ঞাপন
বিদেশে অবস্থানরত ভোটারদের ভোট গণনা করতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। কারণ, প্রবাসী ভোটের জন্য ব্যবহৃত এ-ফোর সাইজের ব্যালট পেপারের দুই পাশেই বিপুল সংখ্যক প্রতীক থাকে—প্রায় ১১৯টি।
এসব ব্যালট ম্যানুয়ালি স্ক্যান ও যাচাই করতে হয়, যাতে ভুলের সম্ভাবনা কমে। তাই সঠিক ফলাফল নিশ্চিত করতে অতিরিক্ত সময় প্রয়োজন হবে। কত ভোট জমা পড়ে, তার ওপর সময়ের বিষয়টি নির্ভর করবে।
বিজ্ঞাপন
সম্প্রতি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে সচিব জানান, তারা ফলাফল ঘোষণার সময়সীমা নিয়ে জানতে চেয়েছেন। নির্বাচন কমিশন দ্রুত ও নির্ভুলভাবে ফল প্রকাশে কাজ করছে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।
বিদেশে অবস্থানরত কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সেটি ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে স্পষ্ট করেন ইসি সচিব। নির্বাচন কমিশন ডাকযোগে ভোট প্রদান থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে সুষ্ঠু ও নির্ভুল রাখতে বিভিন্ন প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থা জোরদার করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








