Logo

সমান সুযোগ আছে বলেই সবাই প্রচারণা চালাতে পারছে: ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৩:৪৩
সমান সুযোগ আছে বলেই সবাই প্রচারণা চালাতে পারছে: ইসি সচিব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ নিয়ে নানা আলোচনা চললেও নির্বাচন কমিশনের দাবি— বর্তমানে মাঠের পরিস্থিতি সবার জন্য সমান। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে বলেই রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান, নির্বাচনে অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। এর ফলেই তারা মাঠে গিয়ে প্রচারণা চালাতে পারছেন। বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে নির্বাচনী পরিবেশ ভারসাম্যপূর্ণ রয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কমিশন এককভাবে নির্ভরশীল নয়। স্থানীয় পর্যায়ে কোনো অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তার মতে, দ্রুত অভিযোগ পেলে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, যা নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।

নির্বাচনকে আরও স্বচ্ছ ও নজরদারির আওতায় রাখতে এবার প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, প্রায় ২৫ থেকে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডি ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দুই প্রক্রিয়ার ভোট গণনা একই সময়ে সম্পন্ন করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এতে সময় সাশ্রয় হবে এবং ফলাফল দ্রুত ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করছে কমিশন।

নির্বাচন কমিশনের দাবি, একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই তারা কাজ করছে। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি এবং আচরণবিধি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD