Logo

নির্বাচনে যান চলাচলের বিধিনিষেধ আরোপ করেছে ইসি

profile picture
বিশেষ প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৯:১৯
নির্বাচনে যান চলাচলের বিধিনিষেধ আরোপ করেছে ইসি
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট যানবাহনের চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণের দিনে ট্রাক, মাইক্রোবাস, পিকআপ এবং ট্যাক্সি ক্যাবসহ চার ধরনের যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেলের চলাচল তিন দিন বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাছে এ নির্দেশ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা এই চার ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেলের চলাচল তিন দিনের জন্য (৭২ ঘণ্টা) নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এতে অন্তর্ভুক্ত রয়েছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদ সংস্থার গাড়ি, জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ ও অনুরূপ কাজে ব্যবহৃত যানবাহন, বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও তাদের স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শনের শর্তে), দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদিত একটি গাড়ি, এবং টেলিযোগাযোগ সেবা সংস্থার যানবাহন।

এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর এবং জেলা বা মহানগর থেকে প্রবেশ-বের হওয়া গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার সিদ্ধান্ত নিতে পারবেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD