আকাশে নতুন শক্তি: চীনের সহায়তায় বাংলাদেশে শুরু হচ্ছে ড্রোন উৎপাদন

বাংলাদেশ বিমান বাহিনী চীনের চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের (সিইটিসি) সহযোগিতায় দেশে ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপন করছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিমান বাহিনী সদর দপ্তরে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞাপন
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী বাংলাদেশে ‘ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট’ স্থাপন করা হবে এবং প্রযুক্তি হস্তান্তর (টিওটি) করা হবে।
আইএসপিআর জানায়, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী এবং সিইটিসি যৌথভাবে আধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন কেন্দ্র পরিচালনা করবে। প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের ‘মিডিয়াম অল্টিটিউড লং এনডিউরেন্স’ (মেইল) এবং ‘ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ (ভিটল) ইউএভি উৎপাদন করা হবে। এছাড়া, বিমান বাহিনী নিজস্ব নকশার ইউএভি উৎপাদনেও সক্ষম হবে।
বিজ্ঞাপন
চুক্তির মূল দিকগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি, শিল্প-দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা। ড্রোনসমূহ সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।








