Logo

বাড্ডায় দুই বাসের চাপায় প্রাণ গেল ব‍্যাংক কর্মচারীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ২০:১৫
বাড্ডায় দুই বাসের চাপায় প্রাণ গেল ব‍্যাংক কর্মচারীর
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার লিঙ্ক রোডে দুই বাসের মধ্যে চাপা পড়ে ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখার সাপোর্ট স্টাফ আবুল কাশেম আজাদ (৩৫) নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার সময় রাইদা ও ভিক্টর পরিবহনের দুটি বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

বিজ্ঞাপন

তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল কাশেম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। পরিবার নিয়ে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, আবুল কাশেম রাস্তায় পারাপার হচ্ছিলেন, সেই সময় দুই বাসের মধ্যে পড়ে ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি চিকিৎসকের বরাত দিয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ দুটি বাসকে হেফাজতে রেখেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD