দেশের ওপর আঘাত আসলে চুপ থাকবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন...
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কারও সঙ্গে যুদ্ধ নয়। তবে সার্বভৌমত্বের ওপর আঘাত এলে চুপ করে বসে থাকবে না বাংলাদেশ।
বুধবার (১৯ জানুয়ারি) ডিএসসিএসসি কোর্স ২০২১-২২ এর গ্রাজুয়েশন সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর সদস্যের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশেকে ভালো বাসতে হবে, দেশে জন্য নিবেদিত হতে হবে। মাথা উঁচু করে চলতে হবে।
নিজেকে
সেনাপরিবারের সদস্য উল্লেখ করে শেখ হাসিনা
আরও বলেন, আমার দুই ভাই
আর্মি অফিসার ছিল। ক্যাপ্টেন শেখ
কামাল একজন উদ্যমী সৃজনশীল
ও প্রাণবন্ত সেনা অফিসার ছিলেন।
ঢাকা সেনানিবাসস্থ দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন
শেখ জামাল।
বিজ্ঞাপন
বক্তব্যে সেনা নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের প্রতি তাগাদা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গাদের ফেরাতে
সম্পাদক ও প্রকাশকঃ
মোঃ শফিকুল ইসলাম ( শফিক )
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।
ফোনঃ 02-44615293
ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com
জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫
Developed by: AB Infotech LTD