Logo

এভারেস্টের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত সব আরোহী নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৩, ০১:৫৭
53Shares
এভারেস্টের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

তারপর থেকেই খুঁজে পাওয়া যায়নি হেলিকপ্টারকে।

বিজ্ঞাপন

নেপালের মাউন্ট এভারেস্টের কাছে একটি হেলিকপ্টার ছয় আরোহীকে বিধ্বস্ত হয়েছে। এতে  হেলিকপ্টারের সব আরোহী দুর্ঘটনায় মারা গেছেন।

হিন্দুস্তান টাইমস এক প্রতবেদনে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে হেলিকপ্টারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়  নিয়ন্ত্রণে কক্ষের সঙ্গে। তারপর থেকেই খুঁজে পাওয়া যায়নি হেলিকপ্টারকে।

বিজ্ঞাপন

জানা গেছে,  ‘মানাং এয়ার’ এর ওই হেলিকপ্টার বিদেশী যাত্রীদের নিয়ে এভারেস্টের আশপাশের এলাকা থেকে রওনা হয়েছিল। পাঁচ বিদেশী যাত্রী ও এক জন ক্যাপ্টেন ছিলেন হেলিকপ্টারে। এটি ফিরে আসার কথা ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

বিজ্ঞাপন

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার জ্ঞানেন্দ্র ভুল বলেন, “আবহাওয়ার সমস্য়ার কারণে হেলিকপ্টারকে রুট পাল্টাতে হয়। সকাল ১০টা ১৩ মিনিট থেকেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়।”

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র থেকে পাওয়া, হেলিকপ্টারটি সোলুখুম্বু জেলার লিখুপিকে এলাকায় ভেঙে পড়েছিল হেলিকপ্টার। খবর পাওয়ার পর শুরু হয়ে হয়  উদ্ধার কাজ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD