মঈন খানকে ছেড়ে দিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪
আটকের ঘণ্টাখানেক পরই রাজপথের বিরোধী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর দুইটায় দিকে উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় বলে অভিযোগ তোলা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে তাকে আবার ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
আরও পড়ুন: ড. মঈন খান আটক
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যম জানান, কিছুক্ষণ আগে মঈন খানের সঙ্গে কথা রয়েছে। তিনি বলেছেন, তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে।
এর আগে তিনি মঈন খানকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন।
আরও পড়ুন: দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, “মঈন খানকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে আটক বা গ্রেফতার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তিনি বাসায় চলে যাচ্ছেন।”
জেবি/এসবি