‘মুক্তিপণ না দিলে আমাদের একে একে মেরে ফেলতে বলা হয়েছে’

জাহাজটির চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় ইফতারের পরপর মোবাইলে তার স্ত্রীর কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’ জাহাজ দখল নিয়ে ক্যাপ্টেনসহ ২৩ জন নাবিককে জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। জলদস্যুদের কাছে জিম্মি নাবিকদের কেউ কেউ বাঁচার আকুতি জানিয়ে গোপন অডিও বার্তা দিয়েছেন।
জাহাজটির চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় ইফতারের পরপর মোবাইলে তার স্ত্রীর কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
ওই অডিও বার্তায় আতিক জানান, “এই বার্তাটা সবাইকে পৌঁছে দিয়ো। আমাদের সবার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়া হচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, তাদের (জলদস্যু) যদি টাকা (মুক্তিপণের অর্থ) না দেয়া হয়, তবে আমাদের একজন একজন করে মেরে ফেলতে বলা হয়েছে। তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। এই বার্তাটা সবদিকে পৌঁছে দিয়ো।”
বিজ্ঞাপন
মঙ্গলবার রাতে চট্টগ্রামের নন্দনকাননে আতিক উল্লাহ খানের বাসায় গেলে সামাজিকমাধ্যমকে হোয়াটসঅ্যাপে পাঠানো তার বার্তাটি স্বজনেরা গণমাধ্যমকর্মীদের দেখিয়েছেন। জানা যায়, আতিকের বাড়ি চন্দনাইশের বরকল এলাকায়। মা, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তিনি থাকেন শহরের নন্দনকানন এলাকায়। মা শাহানুর আকতার ছেলের চিন্তায় অস্থির। তিনি কখনো কাঁদছেন, কখনো-বা নামাজে দাঁড়িয়ে ছেলের জন্য দোয়া-দরুদ পড়ছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শাহানুর বলেন, “মাগরিবের সময় ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। তখন আতিক তাকে বলেছেন, তাদের ৫০ জন জলদস্যু ঘিরে রেখেছে। একটা কেবিনে বন্দী সবাই। তাদের সোমালিয়া নিয়ে যাচ্ছে। আড়াই দিনের মতো লাগবে ওখানে পৌঁছাতে। সবার জন্য দোয়া চেয়েছেন আতিক।”
জেবি/এসবি