Logo

আহকাবের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মার্চ, ২০২৪, ২১:১০
108Shares
আহকাবের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কার্যনির্বাহী কমিটির সদস্যগণ বিষয়গুলো সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

এনিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্রান্ড বল রুমে আহকাবের প্রেসিডেন্ট সায়েম উল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু হয়।

বিজ্ঞাপন

সভায় গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন, ২০২৪ সালের বাজেট প্রস্তাব, অডিটর নিয়োগসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও সভায় উন্মুক্ত আলোচনায় সদস্যগণ দেশের প্রাণীজ খাতের বিভিন্ন সমস্যার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। কার্যনির্বাহী কমিটির সদস্যগণ বিষয়গুলো সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে আশ্বস্ত করেন। 

বিজ্ঞাপন

বার্ষিক সাধারণ সভা শেষে বিকাল ৫টায় একই স্থানে ‘প্রাণী স্বাস্থ্য খাতে আলোচনা সভা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন এনিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)।

বিজ্ঞাপন

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকসহ অন্যান্য পরিচালকগণ, বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, আহকাবের সকল সদস্যগণ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

পরিশেষে বাংলাদেশ ও সমগ্র মুসলিম উম্মাহ এবং আহকাবের সকল সদস্য, তাদের পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ কামমায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার গ্রহণের মাধ্যমে ২১তম বার্ষিক সাধারণ সভা পরিসমাপ্তি হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD