Logo

দামাকের বিপক্ষে স্বস্তির জয় আল নাসরের

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৪, ২৩:০১
56Shares
দামাকের বিপক্ষে স্বস্তির জয় আল নাসরের
ছবি: সংগৃহীত

এদিন দলের হয়ে আইমেরিক ল্যাপোর্টে জয়সূচক গোলটি করেন

বিজ্ঞাপন

আগের দুই ম্যাচে টানা হ্যাটট্রিক গোল করে আল নাসর ক্লাবের বড় জয় এনে দিয়েছিলো তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না দলের সবচেয়ে দামী খেলোয়ার। এই ম্যাচে শেষ দিকে গোলের দেখা পায় ক্লাবটি।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে আল নাসর। এদিন দলের হয়ে আইমেরিক ল্যাপোর্টে জয়সূচক গোলটি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচের ৬৬ মিনিটের মাথায় রোনালদোকে মাঠে নামানো হয়। এদিন তিনি নেমেও স্কোরবোর্ডে নাম লেখাতে পারেননি। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করা সিআরসেভেন মাঠে এ দিন যেন নিজের ছায়া হয়েই ছিলেন। তবে অতিরিক্ত সময়ে তার দল গোল পাওয়ায় স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আল-নাসর ক্লাবটি।

এবার প্রো লিগের শিরোপা জয় হয়তো সম্ভব নয় ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের পক্ষে। ২৭ ম্যাচ খেলে ৭৭ পয়েন্ট আল হিলালের দখলে। দামাক ক্লাবকে পরাজয়ের পর আল নাসরের ২৭ ম্যাচ খেলে পয়েন্ট ৬৫। এদের দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ১২। এই বিশাল ব্যবধান আপাতত ঘোচানোর মতো কোনো সুযোগ নেই দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পক্ষে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD