দেশের পথে এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ১৫ই এপ্রিল ২০২৪

মুক্তিপণ দিয়ে মুক্ত হওয়া পর এবার জাহাজ এমভি আবদুল্লাহ ও তার ২৩ নাবিক দেশে ফিরে আসছেন। বর্তমানে এমভি আবদুল্লাহ ও তার ২৩ নাবিক দুবাইয়ের পথে রয়েছেন বলে জানা গেছে। আগামী ১৯ থেকে ২০ তারিখ তাদের দুবাই পৌঁছানোর কথা রয়েছে।
সেখানে পৌঁছালে নাবিকদের পরিবার ও নিজেদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য মালিকপক্ষ থেকে অর্থ দেয়া হবে বলেও গণমাধ্যমকর্মীদের এমনটা জানান কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম ।
আরও পড়ুন: দস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক মুক্ত
তিনি বলেন, “২০০৯ সালে এমভি জাহান মণি উদ্ধারের পর ২৬ জনকে কেনাকাটার জন্য ডলার দেয়া হয়েছিলো। এবারও সেই পরিকল্পনা আছে মালিকপক্ষের।”
আরও পড়ুন: যেভাবে ঈদের নামাজ পড়লেন জিম্মি ২৩ নাবিক
গেল ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল-হারমিয়া বন্দরে যাওয়ার পথে; ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি করার পর সোমালিয়ার জেফল উপকূলের কাছে নিয়ে যাওয়া হয়। ৯ দিনের মাথায় দস্যুরা প্রথম মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের বিনিময়ে ৩১ দিন পর সোমালী জলদস্যুদের কবল থেকে ছাড়া পান ২৩ বাংলাদেশি নাবিক।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

সোমবার রোহিঙ্গা সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

যে জরুরি বার্তা জারি করেছে পুলিশের হেডকোয়ার্টার
