Logo

ফরিদপুরে রেলমন্ত্রী জিল্লুর হাকিমকে সংবর্ধনা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৪, ০৬:০৭
59Shares
ফরিদপুরে রেলমন্ত্রী জিল্লুর হাকিমকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম

বিজ্ঞাপন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে রেলমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় সদর উপজেলার মাচচর ইউনিয়নের হল্যান্ড চাইল্ড হাউসে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ সভাপতি সৈয়দ মাসুদুল হক, সহ সভাপতি মাইন উদ্দিন আহমেদ মানু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ইসাহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম খায়রুদ্দিন মিরাজ, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক সাঈদউদ্দিন আহমেদ সাঈদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, সাধারন সম্পাদক সামসুল আলম চৌধুরী,জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির  প্রমূখ।

বিজ্ঞাপন

 

মত বিনিময় সভায় বক্তারা বলেন, বৃহত্তর ফরিদপুর দীর্ঘদিন পরে একজন যোগ্য ও বলিষ্ঠ রেলমন্ত্রী পেয়েছেন। ফরিদপুর রেলওয়েতে বিরাজমান সমস্যাগুলি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানের প্রত্যায় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী জিল্লুর হাকিম বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে রেলওয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ফরিদপুর রেলওয়ের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD