Logo

ফুটবলের জাদুকর বাজারে আনছেন ‘অ্যালকোহল’ মুক্ত পানি

profile picture
জনবাণী ডেস্ক
৫ মে, ২০২৪, ০৫:৫৭
101Shares
ফুটবলের জাদুকর বাজারে আনছেন ‘অ্যালকোহল’ মুক্ত পানি
ছবি: সংগৃহীত

এবার ফুটবলের বাইরে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছেন এই তারকা।

বিজ্ঞাপন

ফুটবলের মুকুটহীন রাজা বলা হতো লিওনেল মেসিকে। সারা বিশ্বজুড়ে রয়েছে অগণিত ভক্ত-সমর্থক,সুনাম কুড়িয়েছেন সর্ব মহলে। তবে এবার ফুটবলের বাইরে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছেন এই তারকা।

এর আগে, নানা ধরনের ব্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যের দূত হিসেবেও বিপুল পরিমাণ আয় করেন মেসি, যেখানে অ্যাডিডাস ও পেপসিকোর মতো নামী ব্র্যান্ডও আছে। অ্যাডিডাস ২০১৭ সালে মেসির সঙ্গে আজীবনের জন্য চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী বছরে ২ কোটি ৫০ লাখ ডলার করে পেয়ে থাকেন ‘এলএম টেন’। এ ছাড়া ক্রিপ্টো ফার্ম সোসিওস ডটকম থেকে বছরে ২ কোটি এবং সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ থেকে বছরে ২ কোটি ৫০ লাখ ডলারের বেশি পেয়ে থাকেন মেসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেই ব্যবসায়িক ধারাবাহিকতায় গেল মার্চে বাজারে নতুন হাইড্রেশন (জলযোজন) পানীয় আনার ঘোষণা দেন মেসি। আগামী ২৪ জুনে এই পানীয়টি বাজারে আসলেও এখনও নাম নির্ধারণ করা হয়নি।

নতুন ব্রান্ডের এই হাইড্রেশন পানীয়ের নাম প্রকাশ না পেলেও নিজেদের পরিকল্পনা নিয়ে সবকিছু জানিয়েছেন তিনি। গত বুধবার নিজের ইনস্টাগ্রামে একাউন্টে একটি পোস্ট করেন মেসি। সেই পোস্টেই নিজের ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানান  আর্জেন্টাইন তারকা।।

বিজ্ঞাপন

মেসি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আমরা নিজেদের হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। কারণ, হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাকভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।

বিজ্ঞাপন

‘যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে, সেখান থেকে মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের হাইড্রেশন পানীয়টি কীভাবে তৈরি হচ্ছে, সেটি সম্পর্কে জেনেছি।’

বিজ্ঞাপন

মেসির এই পানীয়টি বাজারের অন্য সব পানীয় থেকে আলাদা এবং সম্পূর্ণভাবে অ্যালকোহল মুক্ত হতে যাচ্ছে। ফোর্বসের মতে মেসির বর্তমান আর্থিক ভ্যালু প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মতো

বিজ্ঞাপন

তবে মার্ক অ্যান্থনি ব্রান্ডসের সঙ্গে তৈরি করা পানীয় বাদেও মেসির আরও অনেক ব্যবসা ও পার্টনারশিপ রয়েছে যেখান থেকে বিশ্বকাপজয়ী এই তারকা বছরে বড় ধরনের অর্থ আয় করেন।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD