রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ৫ই মে ২০২৪
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৬৬তম হ্যাট্রিক করলো ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স এখন ৩৯, কিন্তু গোল করার দক্ষতা দেখলে সেটা বুঝার উপায় নাই । আল ওয়েদার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। চলতি মৌসুমে এটি পর্তুগিজ ফরোয়ার্ড চতুর্থ হ্যাটট্রিক, সবশেষ সাত ম্যাচে তৃতীয়।
শনিবার (৪ মে) আল আওয়াল স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খাতা খোলেন রোনালদো। এতে অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষকেরই দায় বেশি। ১২ মিনিটে মার্সেলো ব্রোসোভিচের ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর প্রথমার্ধে আরও দুই গোলের দেখা পায় আল নাসর।
আরও পড়ুন: চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল
বিরতির পর ৫২ মিনিটে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ৮৮ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি আসে মোহাম্মদ আল ফাতিলের পা থেকে।
লিগে এনিয়ে ৩২ গোল করলেন রোনালদো। আর তিনটি গোল করলেই ছাড়িয়ে যাবেন সৌদি প্রো লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করা আব্দেররাজ্জাক হামদাল্লাহকে। ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করেছিলেন আল নাসরের সাবেক এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: ফুটবলের জাদুকর বাজারে আনছেন ‘অ্যালকোহল’ মুক্ত পানি
রোনালদো সেই রেকর্ড ভাঙার জন্য আরও চার ম্যাচ হাতে পাচ্ছেন। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে থাকা আল হিলাল।
জেবি/এজে