Logo

ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৪, ২৩:৪০
111Shares
ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা তাদের গ্র্যাজুয়েশন উদযাপন করতে স্কুল ট্রিপে বের হয়েছিল। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং বিপরীত লেনে চলে যায়।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় হাইস্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। দেশটির সবচেয়ে বড় দ্বীপ জাভায় গ্র্যাজুয়েশন ট্রিপের সময় এ দুর্ঘটনা ঘটে। 

রবিবার (১২ মে) পুলিশ এই তথ্য দিয়েছে। এপির খবরে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় বাসটিতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাসহ ৬১ জন যাত্রী ছিল এবং সেটি জাভার দিপক শহর থেকে লেমবাং নামের একটি জনপ্রিয় পর্যটন স্পটে যাচ্ছিল। শনিবার (১১ মে)  স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা তাদের গ্র্যাজুয়েশন উদযাপন করতে স্কুল ট্রিপে বের হয়েছিল। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং বিপরীত লেনে চলে যায়। এরপর বাসটি একটি বিদ্যুতের খুঁটিতে বিধ্বস্ত হওয়ার আগে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলকে চাপা দেয়। জাভা পুলিশের মুখপাত্র জুলস আব্রাহাম আবাস্ত এই তথ্য দিয়েছেন।

বিজ্ঞাপন

আবাস্ত বলেন, “ঘটনাস্থলেই ৯জন মারা গেছেন। একজন শিক্ষক ও স্থানীয় একজন মোটরচালকসহ আরও দুজন পরে হাসপাতালে মারা গেছেন। ৫৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা এখনও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের ব্রেক ত্রুটিপূর্ণ ছিল।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় দুর্বল সড়ক ব্যবস্থাপনা ও আইন ভাঙার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD