Logo

ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়ালো

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৪, ০৭:৩৭
65Shares
ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়ালো
ছবি: সংগৃহীত

তাছাড়া যুদ্ধ শুরু পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন ফিলিস্তিনি।

বিজ্ঞাপন

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার। গত সাত মাসেরও বেশি সময় ধরে নির্মম হত্যাকান্ড- তান্ডব চালাচ্ছে ইসরায়েল।

রোববার (১২ মে) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রলায় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়িলি হামলায় প্রাণ  হারিয়েছেন ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৬৩ জন। তাছাড়া যুদ্ধ শুরু পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন ফিলিস্তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ গাজার রাফা শহর থেকে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি অন্য জায়গায় সরে গেছে। সোমবার (৬ মে) স্থল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েল সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই অসহায় ফিলিস্তিনিরা এই শহর থেকে পালিয়ে যেতে থাকে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ৩ লাখ গাজাবাসী রাফা থেকে আল-মাওয়াসি শহরের ‘মানবিক অঞ্চলের’ দিকে চলে গেছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৪ মে) ইসরায়েলের সামরিক বাহিনী পূর্ব রাফাহ ও উত্তর গাজা থেকেও স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়।

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD