Logo

জামিন পেলেন ইমরান খান

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৪, ০৬:৪৪
226Shares
জামিন পেলেন ইমরান খান
ছবি: সংগৃহীত

ইমরান খানকে ১০ লাখ রুপির বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

গত বছরের আগস্ট থেকে জেলে কারাবন্দী অবস্থায় জীবনযাপন করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া পদচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর থেকে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন 

বিজ্ঞাপন

সম্প্রতি জমি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। বুধবার (১৫ মে) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরি এ রায় দেন। 

বিজ্ঞাপন

জিয়ো নিউজের তথ্যমতে, ইমরান খানকে ১০ লাখ রুপির বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

ইমরানের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার দলীয় আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা। তিনি আরও জানিয়েছেন এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না ইমরান। কারণ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং অনৈসলামিক বিয়ের মামলায় কারাদণ্ড ভোগ করছেন তিনি।

বিজ্ঞাপন

গত বছরের ডিসেম্বরে এনএবি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি ও অন্যদের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ডের এনসিএ রেফারেন্স দাখিল করে। 

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD