১২৬ দেশে যেতে জটিলতা কাটছে বাংলাদেশিদের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ২০শে মে ২০২৪


১২৬ দেশে যেতে জটিলতা কাটছে বাংলাদেশিদের
ছবি: সংগৃহীত

ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর ১২৬টি দেশে যেতে সনদ সত্যায়নের জটিলতা কাটাতে একটি কনভেনশনের আওতায় যাওয়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


সোমবার (২০ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।


আরও পড়ুন: কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর


তিনি জানান, অ্যাপোস্টাইল কনভেনশন-১৯৬১ এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার বিষয় অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই কনভেনশনের সদস্য ১২৬টি দেশ।


তিনি আরও বলেন, আমাদের ছাত্ররা বা নাগরিকরা যখন বিদেশে যান, তখন অনেক ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়। শিক্ষাসংক্রান্ত সনদ হলে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হয়। এরপর যে দেশে যাবেন, সেই দেশের দূতাবাস থেকেও সত্যায়িত করতে হয়, এরপর তা ওই দেশে কার্যকর হয়।


আরও পড়ুন: যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি: ইসি আলমগীর


মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, দিল্লিতে যেয়ে ওইসব দেশের দূতাবাসে সনদ জমা দিয়ে সত্যায়িত করতে হয়। আর এতে বেশ বড় ধরনের জটিলতার মধ্যে পড়তে হয়। কিন্তু সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কনভেনশনের সদস্য রাষ্ট্রগুলোর নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী সত্যায়িত করে দিলে এরপর আর ওই দেশের দূতাবাসে গিয়ে সত্যায়িত করতে হয় না।


মাহবুব হোসেন আরও বলেন, এই কনভেনশনে বাংলাদেশ এতদিন সদস্য না থাকায় আমাদের বেশ ভোগান্তিই পোহাতে হয়েছে। মন্ত্রিসভা খুবই ইতিবাচকভাবে এটি গ্রহণ করেছে। এতে স্বাক্ষর করলে ইউরোপ-আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে এখন যে ভোগান্তি পোহাতে হয়, পরবর্তীতে সেটি আর হবে না। একই সঙ্গে ব্যয়ও অনেক সাশ্রয় হবে।


এমএল/