Logo

শ্রীলঙ্কায় বন্যায় নিহত ১৪, সব স্কুল বন্ধ ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুন, ২০২৪, ২১:০০
50Shares
শ্রীলঙ্কায়  বন্যায় নিহত ১৪,   সব স্কুল বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) বরাতে এসব তথ্য জানায় ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। আরও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস থাকায় সোমবার (৩ মে) সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। 

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) বরাতে এসব তথ্য জানায় ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রবিবার (২২ মে) রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়। ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে ১১ বছর বয়সী এক কিশোরী ও ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। গত মাসের ২১ তারিখ থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়ার পর এ পর্যন্ত গাছ পড়ে বিভিন্ন স্থানে ৯ জন মারা গেছেন। বৈরি আবহাওয়া থাকার কারণে কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোকে একটি ছোট বিমানবন্দরে নেমে যেতে বলা হয়। এ ছাড়া কয়েকটি মহাসড়কের বেশকিছু অংশ বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, শ্রীলঙ্কার ২৫টি জেলার মধ্যে ২০টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাই দেশটির প্রধান নদীগুলোর তীরে বসবাসকারী জনগোষ্ঠীকে উঁচু ভূমিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে,  আরো ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। ফলে সাপ্তাহিক ছুটির সঙ্গে সোমবারও সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD