তারা কি জানে একাত্তরে কী ঘটেছিলো: প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪


তারা কি জানে একাত্তরে কী ঘটেছিলো: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

“নিজেদের রাজাকার” বলে স্লোগান দেওয়া কোটাবিরোধী আন্দোলনকারীরা একাত্তরের গণহত্যা, মা-বোনের ওপর পাশবিক নির্যাতন এবং এদের সহায়তাকারী রাজকারদের ভূমিকা সম্পর্কে জানে কী না-সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তাদের স্লোগানে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলে, “রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতে এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না।”


আরও পড়ুন: ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’


সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।


জেবি/এসবি