Logo

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে নন ট্রাম্প, হামলা চলবে

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুন, ২০২৫, ০২:১৫
62Shares
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে নন ট্রাম্প, হামলা চলবে
ছবি: সংগৃহীত

যদি ইরান কোনোভাবে মার্কিন সেনাদের ক্ষতি করে, তবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির পক্ষে নন। বরং ইরানের পরমাণু ইস্যুর একটি স্থায়ী ও বাস্তব সমাধান চান। 

কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন থেকে আগেভাগেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই পুরোপুরি একটি সমাপ্তি, অর্থাৎ পরমাণু অস্ত্রের সম্পূর্ণ ত্যাগ।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাঠানো হতে পারে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হয়তো পাঠাবো, তবে সেটা নির্ভর করছে আমি ফিরে গিয়ে কী দেখতে পাই তার ওপর।

তিনি দাবি করেন, ইরান প্রায় পরমাণু অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে। যদিও মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড মার্চ মাসে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে বলেছিলেন, ইরান এমন কোনো কার্যক্রমে লিপ্ত নয়।

বিজ্ঞাপন

ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইরান কোনোভাবে মার্কিন সেনাদের ক্ষতি করে, তবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ইসরায়েলের ইরানে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আগামী দুই দিনের মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখন পর্যন্ত কেউ থামেনি।

তিনি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি যেন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের আগেই ধ্বংস হয়ে যায়, তিনি সেই আশাই করেন।

বিজ্ঞাপন

তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি করেছেন যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

জেবি/ এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD