থ্রি ইডিয়টস’-এর অভিনেতা অচ্যুত পোতদার আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০৯ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও জনপ্রিয় ক্যারেক্টার আর্টিস্ট অচ্যুত পোতদার (৯১) ইন্তেকাল করেছেন।
সোমবার (১৮ আগস্ট) রাতে মহারাষ্ট্রের ঠাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল; তবে মৃত্যুর সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আরও পড়ুন: বেসরকারি হাসপাতাল নিয়ে রহস্যময় পোস্টে আলোচনায় পরীমণি
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) ঠাণেতেই এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
চার দশকের বেশি সময় ধরে সিনেমা ও টিভি পর্দায় সক্রিয় ছিলেন অচ্যুত পোতদার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেন। বাণিজ্যিক ও শিল্প-শ্রেণির ছবি— দুই ধারাতেই দক্ষতার স্বাক্ষর রাখেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।
তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির ব্লকবাস্টার থ্রি ইডিয়টস–এ অধ্যাপকের চরিত্রে তার উপস্থিতি দর্শকদের কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে। ছবির বিখ্যাত সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো” এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘুরে বেড়ায়।
আরও পড়ুন: ভিডিও ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন পরীমণি
চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দাতেও সমান সফল ছিলেন তিনি। ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট, প্রধান মন্ত্রী, আহত, ওয়াগলে কি দুনিয়া এবং মাঝা হোশিল না টেলিভিশন সিরিজগুলোতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।
অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদার ভিন্ন দুটি পেশায় যুক্ত ছিলেন। মধ্যপ্রদেশের রেওয়ায় কিছুদিন অধ্যাপনা করার পর তিনি যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। পরে ভারতীয় অয়েল করপোরেশনে দীর্ঘ ২৫ বছর উচ্চপদে দায়িত্ব পালনের পর ১৯৯২ সালে অবসর নেন। এরপর ৪৪ বছর বয়সে তিনি চলচ্চিত্রে যুক্ত হন।
অচ্যুত পোতদারের মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনসহ ভারতীয় টেলিভিশন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও শোক জানাচ্ছেন।
আরএক্স/