এশিয়া কাপে বিজ্ঞাপনের রেকর্ড দর, ১০ সেকেন্ডে ১৬ লাখ রুপি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:২২ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


এশিয়া কাপে বিজ্ঞাপনের রেকর্ড দর, ১০ সেকেন্ডে ১৬ লাখ রুপি
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেট মানেই দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা, আর সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিজ্ঞাপন বাজারে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা।


সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সনি স্পোর্টস জানিয়েছে, মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য গুনতে হবে ১৬ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকারও বেশি।


আরও পড়ুন: আইপিএলে চ্যাম্পিয়ন হয়েও আয় কমলো বেঙ্গালুরুর


বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই বিজ্ঞাপনের এই আকাশছোঁয়া দর নির্ধারণ করা হয়েছে। শুধু একটি ম্যাচেই বিজ্ঞাপন দিতে চাইলে খরচ হবে প্রায় সাড়ে চার কোটি রুপি। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে অন্যান্য ম্যাচেও স্পট বুকিং করতে হবে।


স্পন্সরশিপের ক্ষেত্রেও বিশাল অঙ্ক নির্ধারণ করা হয়েছে। টিভিতে কো-স্পন্সরশিপ ১৮ কোটি রুপি, সহযোগী স্পন্সরশিপ ১৩ কোটি রুপি, ডিজিটালে কো-স্পন্সরশিপ ৩০ কোটি রুপি, হাইলাইটস স্পন্সরশিপ ৩০ কোটি রুপি এবং সহযোগী স্পন্সরশিপ ১৮ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে।


আরও পড়ুন: জাতীয় নারী হ্যান্ডবলে সেমিফাইনালে আনসার ও পুলিশ


এবারের এশিয়া কাপে সর্বোচ্চ তিনবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। এর মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ২৮ সেপ্টেম্বর।


বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া এশিয়া কাপের সাফল্য কল্পনাই করা যায় না। তাই এই ম্যাচগুলোকেই ঘিরে বিজ্ঞাপন বাজার থেকে বিপুল অর্থ আয় করছে আয়োজকরা।


এএস