প্রেমিকার পিছনে ফোনকলের খরচ ৩৭ হাজার টাকা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৩৪ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং ও বলিউড অভিনেত্রী গীতা বসরার প্রেমকাহিনি সিনেমাকেও হার মানায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার স্মৃতিচারণ করেন হরভজন।
২০০৭ সালে ইংল্যান্ড সফরে এক বন্ধুর পার্টিতে প্রথম দেখা হয় হরভজন ও গীতার। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে গড়ে ওঠে বিশেষ সম্পর্ক। তবে তাদের প্রেমের সূচনা হয় মোবাইল ফোনে আলাপচারিতার মাধ্যমে। সে সময় আন্তর্জাতিক ফোনকলের খরচ ছিল অনেক বেশি, তাই প্রায়ই মিসড কল দিয়েই যোগাযোগ হতো।
আরও পড়ুন: এশিয়া কাপে বিজ্ঞাপনের রেকর্ড দর, ১০ সেকেন্ডে ১৬ লাখ রুপি
২০০৮ সালে শ্রীলঙ্কা সফরে সিরিজ জয়ের আনন্দ ভাগাভাগি করতে লন্ডনে থাকা গীতাকে ফোন করেন হরভজন। কয়েক ঘণ্টা কথা বলার পর বিল দাঁড়ায় প্রায় ২৭ হাজার রুপি, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজারেরও বেশি। তবে এই ফোনালাপই দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসে।
দীর্ঘ প্রেমের পর ২০১৫ সালের ২৯ অক্টোবর পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করেন হরভজন ও গীতা। বর্তমানে তাদের সংসারে দুই সন্তান মেয়ে হিনায়া হীর প্লাহা ও ছেলে জোভান বীর সিং প্লাহা।
আরও পড়ুন: আইপিএলে চ্যাম্পিয়ন হয়েও আয় কমলো বেঙ্গালুরুর
গীতা এখন চলচ্চিত্র জগৎ থেকে দূরে থাকলেও হরভজনকে দেখা যায় ধারাভাষ্যকার ও রাজনীতিক হিসেবে সক্রিয় থাকতে। এক ফোনকলেই শুরু হওয়া সেই প্রেম আজ পরিণত হয়েছে সুখী দাম্পত্য জীবনে।
এএস