শিল্পী-মিডিয়া কর্মীরা অনুভূতি বিসর্জন দিয়েছেন: রিজভী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫১ পিএম, ২১শে আগস্ট ২০২৫


শিল্পী-মিডিয়া কর্মীরা অনুভূতি বিসর্জন দিয়েছেন: রিজভী
ছবি: সংগৃহীত

১৫ আগস্ট উপলক্ষে দেশের বহু সেলিব্রেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও স্মৃতিচারণমূলক পোস্ট দিয়েছেন। তবে এ বিষয়ে সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার মতে, শিল্পী ও মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষেরা সবচেয়ে সংবেদনশীল হওয়ার কথা, অথচ তারা প্রকৃত মানবিক বোধ বিসর্জন দিয়েছেন।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬ জুলাই’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে রিজভী বলেন, “যারা একসময় গুলিবিদ্ধ বন্ধুর জন্য ‘পানি লাগবে পানি’ বলে ছুটে গিয়েছিল, সেই দৃশ্য তাদের মনকে নাড়া দিল না। অথচ তারা শোকের নামে নানা পোস্ট দিচ্ছেন ও প্রশংসা করছেন। আসলে তারা অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছেন।”


আরও পড়ুন: মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, প্রবাসীদের সঙ্গে হবে মতবিনিময়


তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতাকে নিয়ে বই লেখার পুরস্কার হিসেবে একজন পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একইভাবে শিল্প–সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাকে দেওয়া হয়েছে ফ্ল্যাট ও অর্থসহ নানা সুবিধা।


ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্রনেতা টুকুর উদাহরণ টেনে রিজভী বলেন, আন্দোলনের সময় তাদের ওপরও নির্যাতন চালানো হয়েছে। “ডাকসুর ভিপির গায়ে হাত দিয়েছে ফ্যাসিস্ট সরকার, যা প্রমাণ করে তাদের দমনমূলক মানসিকতা।”


আরও পড়ুন: জনগণের অর্থ নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা: রিজভী


তিনি আরও দাবি করেন, রাষ্ট্রের অর্থ লুট করে প্রায় ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। জনগণের টাকাকে শেখ হাসিনা পরিবারের ও দলের স্বার্থে ব্যবহার করেছেন। এরই বহিঃপ্রকাশ হলো জুলাই গণঅভ্যুত্থান।


অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরাফত আলী সপু, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এএস