Logo

খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ০৫:০৯
63Shares
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে এসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় গিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিজ্ঞাপন

বাংলাদেশ সফরে এসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় গিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তিনি গুলশানে বিএনপি প্রধানের বাসভবনে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুই দিনের সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসেন ইসহাক দার। পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম।

সফরের প্রথম দিনেই তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়। এ সময় পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন পাকিস্তানের এই মন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোববার সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন ইসহাক দার। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি কর্মসূচি স্বাক্ষরিত হয়।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD