থাইল্যান্ডের ক্লাবে আবারও ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৩৬ এএম, ২৫শে আগস্ট ২০২৫


থাইল্যান্ডের ক্লাবে আবারও ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একসময় ঝড় তুলেছিলেন তিনি। ভারতের ভুবন বাদ্যকারের জনপ্রিয় গান ‘কাঁচা বাদাম’-এ নেচে রাতারাতি জনপ্রিয়তা পান অঞ্জলি আরোরা। এরপর রিমিক্স গান ‘সাইঁয়া দিল মে আনা রে’ কিংবা রিয়েলিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়ে আরও আলোচনায় আসেন তিনি। মাঝখানে বিতর্কিত এমএমএস-কাণ্ড নিয়েও খবরের শিরোনামে ছিলেন এই তরুণী। তবে দীর্ঘদিন ধরেই যেন আড়ালে চলে গিয়েছিলেন অঞ্জলি।


তবে সম্প্রতি আবারও আলোচনায় ফিরেছেন তিনি। থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র পাতায়ার এক ক্লাব থেকে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বলিউডের জনপ্রিয় গান ‘ও সাকি সাকি’-তে নাচতে দেখা যায় তাকে। ক্লাবের ঝলমলে আলোয় অঞ্জলির সঙ্গে আরও কয়েকজন ব্যাকগ্রাউন্ড ডান্সারও ছিলেন।


আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রণবীর-আলিয়ার ২৫০ কোটির আলিশান বাড়ির


ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, অঞ্জলির এ নাচ মানেই আগের মতোই বিনোদন ও গ্ল্যামার। আবার কেউ কেউ সমালোচনা করে প্রশ্ন তুলেছেন- এখন কি তবে ক্লাব পারফর্মার হিসেবেই ক্যারিয়ার গড়ছেন তিনি? যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি অঞ্জলি নিজে।


উল্লেখযোগ্য বিষয় হলো, এই পারফরম্যান্সের বিনিময়ে তিনি নাকি মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন- এমন খবরও ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে।


আরও পড়ুন: বিতর্কিত অভিনেত্রীর বাড়িতে চুরি, ৩৫ লাখ টাকার গহনা উধাও


অঞ্জলির কেরিয়ার শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ কিছু রিলস ভিডিও বানিয়ে। তারপরেই হঠাৎ ভাইরাল হয়ে তিনি পৌঁছে যান কোটি মানুষের নজরে। তবে খ্যাতির সঙ্গে সমালোচনা আর বিতর্কও পিছু ছাড়েনি এই মডেলের। ‘কাঁচা বাদাম গার্ল’-এর নতুন এই রূপ তাই আবারও আলোচনার জন্ম দিয়েছে।


এমএল/