Logo

বিমান হামলায় নিহত হামাসের মুখপাত্র আবু উবাইদা: দাবি ইসরায়েলের

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:০৯
21Shares
বিমান হামলায় নিহত হামাসের মুখপাত্র আবু উবাইদা: দাবি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

বিমান হামলায় নিহত হামাসের মুখপাত্র আবু উবাইদা: দাবি ইসরায়েলের

বিজ্ঞাপন

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি হামাস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একসঙ্গে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর বিপুল পরিমাণ অর্থ ভবনের ভেতর থেকে ছড়িয়ে পড়ে। এর একটি অংশ স্থানীয়রা নিয়ে গেলেও পরে হামাস তা উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে সেনাবাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেটকে এ অভিযান সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, চলমান অভিযানে আবু উবাইদার সহযোগী অনেককেও টার্গেট করা হবে।

আইডিএফ ও শিন বেটের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ হামলা চালানো হয়। তারা আবু উবাইদাকে হামাসের “জনসম্মুখের মুখপাত্র” হিসেবে উল্লেখ করেছে, যিনি নিয়মিত সংগঠনের প্রচারণা চালাতেন এবং আন্তর্জাতিক পরিসরে প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রায় দুই দশক ধরে হামাসের অন্যতম শীর্ষ নেতাদের একজন আবু উবাইদা সবসময় মুখ কাপড়ে ঢাকা অবস্থায় বক্তব্য রাখতেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। গত শুক্রবার দেওয়া এক ভাষণেই তিনি সর্বশেষ বক্তব্য দেন, যেখানে ইসরায়েলকে সতর্ক করে বলেন— ইসরায়েলি বন্দিদের পরিণতি হবে হামাস যোদ্ধাদের মতোই। একইসঙ্গে গাজা সিটিতে পরিকল্পিত আগ্রাসনের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD