হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটা খুব পরিষ্কার।”
আরও পড়ুন: মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সারজিস আলম
তিনি আরও জানান, নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো তিনি সংকটাপন্ন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং ব্রেনে ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, চিকিৎসায় কোনো ঘাটতি নেই, তবে নুরের এখনও নল দিয়ে তরল খাবার গ্রহণ করতে হচ্ছে। দ্রুত আরোগ্যের জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি বলেও মত দেন তিনি।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অভ্যুত্থানের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিরোধীদলীয় নেতাদের ওপর হামলা চালাচ্ছে।
আরও পড়ুন: আগামীতে দুর্গাপুজা সুষ্ঠভাবে হয় এই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে: টুকু
তিনি প্রশ্ন রাখেন, “যদি আমাদের নেতাদের অবস্থা এমন হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
তিনি প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান, নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারকে অনুরোধ জানান, নুরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর।
এএস