কোনো নেতার তোষামোদ করবেন না, রিজার্ভ রাখুন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: আগামী নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা রাজনৈতিক দলের বিশেষ সুবিধা নেবেন না এবং নিজেকে রাজনৈতিক কর্মী মনে করবেন না। মনে রাখবেন, পেশিশক্তি দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আইন ও জনস্বার্থই হবে আপনাদের কাজের ভিত্তি।”
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক নেতার তোষামোদ করবেন না। বারবার বলছি, যদি এখন থেকেই তেল দেওয়া শুরু করেন তবে নির্বাচনের পর সেই তেল ফুরিয়ে যাবে। তাই সেটি রিজার্ভ রাখুন, প্রয়োজনে তখন কাজে লাগবে। আপনারা কোনো দলের দিকে ঝুঁকবেন না, কেবল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন।”
এএস