বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বদরুদ্দীন উমর ছিলেন এক সাহসী চিন্তাবিদ ও প্রতিথযশা ব্যক্তিত্ব, যিনি আজীবন বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করে গেছেন।
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বদরুদ্দীন উমর ছিলেন এক সাহসী চিন্তাবিদ ও প্রতিথযশা ব্যক্তিত্ব, যিনি আজীবন বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করে গেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর সময়কার শাসনব্যবস্থাকে ফ্যাসিবাদী আন্দোলন হিসেবে দেখেছিলেন বদরুদ্দীন উমর। একইসঙ্গে তিনি জুলাই আন্দোলনকে গণঅভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়েছিলেন।
তিনি আরও বলেন, ন্যায়ের পক্ষে লড়াই করায় জাতি সর্বদা তাকে স্মরণ করবে। বদরুদ্দীন উমর মুজিববাদী সংবিধানের বিপক্ষে ছিলেন এবং তার দাবি অনুযায়ী সেই সংবিধান বাতিলের আন্দোলনে আমরাও একাত্ম। বর্তমান পরিস্থিতিতে গণপরিষদ নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম মনে করেন, বদরুদ্দীন উমর যদি আরও সময় বেঁচে থাকতেন তবে জাতি আরও উপকৃত হতো। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এএস








