Logo

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সা. সম্পাদকসহ গ্রেপ্তার ৭

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২১
41Shares
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সা. সম্পাদকসহ গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ সংগঠনটির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এসব নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাজধানীতে গোপন তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকও রয়েছেন। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ডিবির এই কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে এবং তারা কোন ধরনের কার্যকলাপে যুক্ত ছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে জানানো হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD