Logo

স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দেওয়া এনামুল হক অস্ত্রসহ আটক

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৬ নভেম্বর, ২০২৫, ১৫:৫৬
44Shares
স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দেওয়া এনামুল হক অস্ত্রসহ আটক
ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লাহকে (৪৮) অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। একই অভিযানে তার ছয় সহযোগীকেও আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত শ্রীপুর উপজেলার বরকুল গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এনামুল হক মোল্লাহ বরমী ইউনিয়নের বরকুল গ্রামের প্রয়াত আবদুল আহাদের ছেলে। তিনি বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সৌদি আরবের মক্কা মিছফালাহ শাখা বিএনপির সভাপতি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এলাকার পোস্টার ও ব্যানারে তিনি ব্যাপক প্রচারণা চালালেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এর পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, একাধিক মামলা থাকার কারণে ২০১৭ সালে তিনি নাম পরিবর্তন করে সৌদি আরব পাড়ি জমান। ভিসা ও পাসপোর্টে তার নাম ছিল আব্দুল্লাহ আল মামুন। ২০২৪ সালের ৫ আগস্টের পর সৌদি আরব থেকে দেশে ফেরেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এনামুল হক মোল্লাহর বাড়িতে অভিযান চালায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার ৬ সহযোগীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন- শওকত মীর, জাহিদুল ইসলাম, মোস্তফা কামাল, সিদ্দিকুর রহমান, বুলবুল এবং তোফাজ্জল।

ওসি জানান, অভিযানে উদ্ধার করা হয় ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান এবং একটি ছুরি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

ঘটনার পর এনামুল হক মোল্লাহর ছোট ভাই আশরাফুল মোল্লাহ মন্তব্য করেছেন, গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর এনামুলকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লাহ চিহ্নিত সন্ত্রাসী। ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তিনি দেশের বাইরে পালিয়ে গিয়েছিলেন।

ঘটনাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। যৌথ বাহিনী এখনো অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD