Logo

ঢাকায় গ্রেফতার হলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১৪:৪৫
32Shares
ঢাকায় গ্রেফতার হলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম
ছবি: সংগৃহীত

রাজধানীতে স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, পরিচিত নাম হিরো আলম।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে তাকে রাজধানীর হাতিরঝিল থানার পুলিশ গ্রেফতার করে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গণমাধ্যমকে গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এর প্রেক্ষিতে শনিবার তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ২৩ জুন হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে স্ত্রী রিয়া মনি হত্যাচেষ্টা, মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও আদালত ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD