হাসিনার রায়ের বিরোধিতার পোস্ট, আটক ঢাবির ডেপুটি রেজিস্ট্রার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ার অভিযোগে আটক করা হয়েছে। তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও কিছু শিক্ষার্থী।
বিজ্ঞাপন
জানা যায়, রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হওয়ায় সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে শিক্ষার্থীরা মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেন।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুহাম্মদ লাভলু মোল্লাহকে ফেসবুকে রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং শিক্ষার্থীরা থানায় সোপর্দ করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, লাভলু মোল্লাহ রায়ের পর মন্তব্য করেছিলেন, ‘আই ডোন্ট কেয়ার’। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, চার মাস আগে ফাইল কারচুপি সংক্রান্ত ঘটনায় মুহাম্মদ লাভলু মোল্লাহকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন রীতিমতো সতর্ক অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থী ও প্রশাসনের যৌথ তৎপরতায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।








