Logo

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩ জনের ৪ কোটি ৬৪ লাখ শেয়ার জব্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১৪:৩৯
8Shares
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩ জনের ৪ কোটি ৬৪ লাখ শেয়ার জব্দ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান | ফাইল ছবি

মেঘনা ব্যাংকের প্রায় ৪ কোটি ৬৪ লাখ শেয়ার জব্দ করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। জব্দকৃত শেয়ারের মালিকরা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই এবং ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি, এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী।

বিজ্ঞাপন

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে, অভিযুক্তরা অবৈধ অর্থের মাধ্যমে এই শেয়ারগুলো ক্রয় করেছিলেন। ১৮ নভেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ার জব্দের নির্দেশ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, অভিযুক্তরা তাদের ব্যক্তিগত হিসাব এবং স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের নামে শেয়ার ক্রয় করেন। মূলত ৪ কোটি ৫৩ লাখ শেয়ার ক্রয়ের পর স্টক ডিভিডেন্ডসহ মোট শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫-এ উন্নীত হয়েছে। শেয়ারের প্রাথমিক বাজারমূল্য প্রায় ৫৯ কোটি ৯৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধান থেকে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেছেন। এই অর্থের একটি অংশ বিদেশে পাঠিয়ে পুনরায় দেশে বৈধ করার চেষ্টা করা হয়েছিল। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুর ও দুবাই থেকে ২ কোটি ২২ লাখ ৫ হাজার ৪৪৪ মার্কিন ডলার দেশে আনা হয়। পরে তা ইউসিবি ব্যাংক ও এনআরবিআইসি ব্যাংকের এফসি অ্যাকাউন্টে জমা হয় এবং মেঘনা ব্যাংকের শেয়ার ক্রয়ে ব্যবহার করা হয়।

সিআইডি জানিয়েছে, স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের পরিচালক উৎপল পালক এবং নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল জাবেদের আরামিট গ্রুপের কর্মচারী এবং ঘনিষ্ঠ সহযোগী। সিআইডি এখনও অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং অন্যান্য সহযোগী শনাক্তকরণের জন্য অনুসন্ধান চালাচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD