Logo

শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলনে অস্ত্রসহ যুবক আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ২১:৩৩
21Shares
শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলনে অস্ত্রসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে মো. আরাফাত জামান (৩৯) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

বিজ্ঞাপন

আটককৃত যুবককে বর্তমানে শাহবাগ থানায় রাখা হয়েছে এবং তার সঙ্গে থাকা অস্ত্র ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়করা ওসমান হাদির মৃত্যুর পর থেকে তার হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করে আসছেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পেছনে একটি গভীর ষড়যন্ত্র কাজ করছে এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের প্রধান দাবিগুলো হলো-

১. খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।

বিজ্ঞাপন

৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা।

৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD