Logo

বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যায় সন্দেহভাজন মিলন গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১২:০৯
বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যায় সন্দেহভাজন মিলন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক হোটেল কর্মীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক ব্যক্তির নাম মিলন।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) সকালে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তর।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রীর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হিসেবে সন্দেহভাজন মিলনকে আটক করা হয়েছে। বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গত ১০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফাতেমা আক্তার লিলি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে ওই বাসাতেই তার বসবাস ছিল।

নিহত শিক্ষার্থীর বড় বোন শোভা জানান, ১০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে তিনি বাসা থেকে জিমে যান। কিছু সময় পর বাসায় ফিরে ছোট বোন লিলিকে ঘরের ভেতরে জড়সড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভেবেছিলেন মাথায় আঘাত পেয়েছে। পরে হিজাব সরিয়ে দেখে লিলির গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে কাটা রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।

র‌্যাব জানায়, আটক মিলনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য তথ্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD